Wednesday, September 30, 2015

lisk

http://www.jesmincms.com/free-payoneer-master-card/


http://www.bdforexschool.com/free-payoneer-master-card/


http://www.jesmincms.com/free-payoneer-master-card/

http://webcache.googleusercontent.com/search?q=cache:http://www.itbondhu.com/post-id/2700

Friday, September 11, 2015

Payoneer -এ প্রথম ডলার লোড করার উপায় বিস্তারিত

অনেকের কাছে Payoneer MasterCard আছে কিন্তু তারা প্রথম লোডিং করতে পারেননি, তাই তারা এই কার্ডটি ব্যবহার করতে পারছেন না। অন্য কারো কার্ড থেকে টাকা/ডলার নিতেও পারেন না। আপনার যদি এরকম হয়ে থাকে তাহলে এই পোষ্ট আপনার জন্য।
আপনি যদি এখনো Payoneer মাষ্টার কার্ড না করে থাকেন তবে এখানে ক্লিক করুন একটি ফ্রি কার্ড সাথে $25 বোনাস পাওয়ার জন্য
আমি এখানে কয়েকটি গ্রুপ করে আলোচনা করব – যেমন Freelancing, Payment Processing Company,
US Pay, EU Pay, Third Party Processing ইত্যাদি।

Neteller/Skrill/PayPal/Payza থেকে Payoneer এ ডলার লোড করা-

এটি অনেক সহজ এবং কম সময় লাগবে। প্রথমে আপনাকে Payoneer US Payment Service টি চালু করতে হবে। আর এটি করলে USA তে আপনার নামে একটি Virtual Bank Account হবে, এটি করতে কোন ফি লাগবে না।
Payoneer US Payment Service কিভাবে চালু করব?
payoneer-us-payment-service-menu
প্রথমে payoneer.com এ লগিন করুন। Receive Payments > US Payment Service এ ক্লিক করুন।
এরপর একদম নিচেরদিকে দেখবেন Questionnaire and Documents: এবং ID Documents Uploaded: এর সামনে Submit/Apply এরকম কিছু আছে। Questionnaire and Documents: এর সামনের দিকের বাটনে ক্লিক করে প্রশ্নগুলোর উত্তর দিন। মানে কেন আপনি US Payment service টি নিতে চান। আপনি উল্লেখ্য করতে পারেন আপনি USA থেকে অনেক বায়ারের কাছ থেকে পেমেন্ট নিয়ে থাকেন অথবা কোন যুক্তিগত কারন। এর পরের ধাপে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট এর ছবি আপলোড করবেন। কয়েকদিনের মধ্যে আপনার জন্য এই সেবাটি অনুমোদিত হয়ে যাবে।
payoneer-us-bank-details
US Payment Service Page থেকে Bank Name, Routing (ABA), Account number নিয়ে রাখবেন, কোথাও সেইভ করে রাখবেন। Skrill/Neteller/Payza/Paypal থেকে payoneer এ ডলার লোডে তথ্যগুলো কাজে লাগবে।
Skrill থেকে কিভাবে ডলার লোড করব?
Skrill/Neteller/Payza/Paypal থেকে ডলার লোড করাটা মোটামুটি একই রকম। আমি শুধু skrill থেকে লোড করাটা দেখাবো।
আমি ধরে নিচ্ছি আপনার skrill account আছে এবং তা verify করা। যদি না করা থাকে তবে skrill.com এ সাইনাআপ করে নিয়ে verify করে নিবেন। verify করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। skrill অনেক সময় চিঠি দিয়ে ঠিকানা ভেরিফাই করে। তারাতারি করতে চাইলে, আপনি বিদ্যুৎ বিলের কাগজ এর ছবি দিয়ে ভেরিফাই করতে পারেন।
মূল কথায় আসি –
skrill-bank
Skrill এ লগিন করার পর Cards and Bank Accounts এ যাওয়ার পর Add Bank Account এ ক্লিক করবেন। তারপর Add Bank Account এ ক্লিক করলে যে ফর্ম আসবে তাতে দেশ হিসাবে United States of America সিলেক্ট করলে দেখবেন Bank Short Code আর Account Number চাইবে। Bank Short Code মানে হল Routing (ABA) যা আপনি Payoneer US Payment Service থেকে পেয়েছিলেন। Account Number ও সেখান থেকেই পেয়েছিলেন। Account type = Checking (মানে Current Account) সিলেক্ট করে Add account and continue করলে আপনার US Bank Account টি Skrill এ যোগ হবে।
add-bank-skrill
আমি ধরে নিচ্ছি আপনার স্ক্রিল এ ডলার আছে, যদি না থাকে তবে বন্ধু, বায়ার, পরিচিত কারো কাছ থেকে ডলার নিতে পারেন, নিজ দায়িত্তে।
এবার Skrill এর withdraw বাটনে ক্লিক করে ডলারের পরিমান দিন। একাদিক Bank যোগ করা থাকলে একটু আগে যোগ করা US Bank টি সিলেক্ট করুন, একটি মাত্র Bank যোগ করা থাকলে তা নিজে নিজে সিলেক্ট হয়ে থাকবে।
final-step-to-withdraw
Continue করে আপনি ডলার Withdraw সম্পন্ন করবেন। ৩-৫ দিন পরে ডলার যোগ হয়ে যাবে। এরকম কাছাকাছি উপায়ে payza/neteller/paypal থেকে payoneer এ ডলার লোড করতে পারবেন।
এছাড়া USA থেকে যেকোন কোম্পানি/বেক্তি আপনার ঐ Bank Account এ ডলার পাঠাতে পারবেন। অনেকটা আমাদের দেশে যেমন ব্যাংক থেকে ব্যাংকে টাকা জমা দেওয়া যায়।

Freelancer/oDesk/Elance/Fiverr থেকে  ডলার লোড করা

এই উপায়ে আপনি কয়েকশত সাইট থেকে পেমেন্ট নিতে পারবেন। আমি নিচে Freelancer দিয়ে দেখিয়ে দিচ্ছি।
প্রথমে freelacer.com এর Finances > Withdraw Fund এ যাবেন। আমি ধরে নিচ্ছি আপনার আয় করা ডলার আছে, কোন বায়ারের কাছ থেকে পেয়েছেন অথবা আপনার পরিচিত কেউ আপনাকে কাজের বিনিময়ে (অন্য উপায়ে) ডলার দিয়েছে।
freelance-card
Method হিসেবে Freelancer Debit Card সিলেক্ট করবেন। প্রথমবার এটি ক্লিক করলে একটি পেইজ/স্ক্রিন আসবে যেখানে আপনি নতুন কার্ডের জন্য আবেদন করতে পারবেন, একদম উপরের দিকে দেখুন I already have a card টাইপের কিছু একটা ছোট করে লেখা আছে কিনা। ওখানে ক্লিক করলে আপনাকে payoneer এর ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগিন করতে বলবে, যা যা চায় তা দিলে আপনার কার্ডটি লিঙ্কড হয়ে যাবে। এর পরের বার Freelancer.com > Finances > Withdraw Fund > Freelancer Debit Card সিলেক্ট করলে শুধু ডলারের পরিমান দিতে হবে। Freelancer.com অবশ্য প্রথম পেমেণ্টের জন্য ১৫ দিন সময় নেয়। অন্য সাইটগুলো আরো কম সময় নেয়, কিছু কিছু আবার বেশি সময়ও নিয়ে থাকে।
মনে রাখবেনঃ এরকম Partners Site যেমন Freelancer, oDesk/upwork, Elance, Guru, People Per Hour, Fiverr থেকে ডলার পেমেন্ট নিলে একটি মেইল আসবে। মেইলটিতে জানতে চাইবে আপনি ডলার লোড করতে চান কিনা কিংবা কতদিন পরে পেতে চান। লিঙ্ক ক্লিক না করলে ডলার pending থাকবে।
এই উপায়ে আপনি অনেক অনেক সাইট থেকে পেমেন্ট নিতে পারবেন। আমার জানামতে নিচের সাইটগুলো এই উপায়ে পেমেন্ট দিয়ে থাকে।
99Designs Adinch AliveMax Allwriting.Net Amarillas Internet AmericanRena Americansummer AprioriBeauty Arena Artua AVAFX Avangate Awempire Belvg Birthright US Winter 2012 Bluesnap Booking.com BrainSystems CastingDynamics Checkpoint Sell Big Cieaura Clearvoicesurveys ClickHeat Euro Conspelia Cpalead DemandMedia Depositphotos Inc Doron Cohen- VC Dreamstime DSNR Media Group DubLi ecome2 Elance Envato Evolvhealth Fastspring FIBOGroup FIBOGroupDHL Fiverr Fiverr LBT (India) Forevergreen Freelancer.com Friendfinder FXPrimus Greensmoke Guru.Com Gvo HK Global IT Hotforex IBFX iCODE Systems-VC ImLive Infolinks INinbox InnerLight InstaForex InternationalTravel MaxBounty Ionicware iStockPhoto Isxperia Itworks Kyani Level 9 Marketing Ludaxx_International Lux Flights Markethealth MediaShakers Nfty – Summer Nhtglobal Nubelo Nubelo Euro oDesk Onehourtranslation Optima Origin Pure Payoneer-Affiliates Perfect World Marketing Post Office Prime Internet Marketing Prohq Projectpayday Restart Your Life ReviewMe RevvNRG RS Ran LTD- VC S&M Products Saucomi- Vc Seopassport Sfi ShareCash Smowtion StarionEnergy Stiforp.com Student Media Group Syntek Global Textlinksads Timber Lake Camp TopCoder Total Life Changes Toursbylocals UNIVA CAPITAL Uship Utest UTS – EUR UVOCORP Viridian Energy Visalus Wellnesspro Wister Workana Worldventures Writerbay XtraPlan Zooz ZoozEUR
আপনি যদি এখনো Payoneer মাষ্টার কার্ড না করে থাকেন তবে এখানে ক্লিক করুন একটি ফ্রি কার্ড সাথে $25 বোনাস পাওয়ার জন্য

প্রথমবার লোড করতে পারলেতো আর কথাই নেই। এর পর থেকে আপনি payoneer কার্ড থেকে কার্ডে লোড করতে পারবেন। ডাইরেক্ট লিঙ্ক দিয়ে ক্রেডিট কার্ড থেকে ডলার লোড করতে পারবেন।

আপনি চাইলে US Payment Service এর মত EU পেমেন্ট সার্ভিসটি চালু করে নিতে পারেন।

এই আর্টিকেলটি কয়েকমাস ধরে দিখব লিখব করে সময় আর উপযুক্ত ছবি পাইনি, আজকে লিখে শেয়ার করলাম। হয়তো আপনার কোন বন্ধু এটি পড়লে অনেক উপকৃত হবে, তাই একটু কষ্ট করে শেয়ার করবেন।
- See more at: http://www.jesmincms.com/load-payment-in-payoneer/#sthash.hnQQpSOg.dpuf - See more at: http://www.jesmincms.com/load-payment-in-payoneer/#sthash.hnQQpSOg.dpuf

বিনামূল্যে পাইওনিয়ার মাস্টার কার্ড সাথে ২৫ ডলার বোনাস

নতুন কার্ডে ডলার লোড করার উপায়গুলি বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

সুবিধাগুলো

০১. ১০০% আসল মাষ্টার কার্ড আপনার কাছে পাঠানো হবে।
০২. প্রায় সকল ওয়েবসাইটে কেনাকাটা করতে পারবেন (যেমন hostgator, namecheap, godaddy, amazon etc).
০৩. পেপাল, ফেসবুক, ইবে, অ্যাডওয়ার্ড ইত্যাদি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন।
০৪. পেপালে টাকা গ্রহণ করতে পারবেন।
০৫. আমেরিকাতে একটা ব্যাংক অ্যাকাউন্ট পেতে পারেন, বিনামূল্যে।
০৬. প্রায় সব প্রতিষ্ঠান থেকে EFT গ্রহণ করতে পারবেন।
০৭. বিশ্বের সকল দেশের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন (বাংলাদেশ থেকেও).
০৮. কার্ডে আপনার নাম লিখা থাকবে, মানে নিজের নামে কার্ড পাবেন।
০৯. প্রথম বার যদি কার্ডে ১০০ ডলার কিংবা তার বেশি লোড করেন, ২৫ ডলার বোনাস পাবেন। একবারে ১০০ ডলার কিংবা কয়েকবার মিলিয়ে ১০০ অথবা তার বেশি ডলার লোড করলে পাবেন ২৫ ডলার বোনাস।
১০. Freelancer, UpWork(oDesk), Fiverr, Elance, PeoplePerHour থেকে পেমেন্ট নিতে পারবেন। তাছাড়া কয়েকশত Affiliation সাইট যেমন MaxBounty, ClickSure, ClickBetter থেকে পেমেন্ট নিতে পারেন। অনেক PPC, PPD, PPP সাইট থেকেও পেমেন্ট নিতে পারবেন Payoneer কার্ডে।

মাষ্টার কার্ড কিভাবে পাবো?


আপনাকে নিচের ৪টি ধাপ অনুসরণ করতে হবেঃ
০১. কার্ডের জন্য আবেদন করুন।
০২. আপনার পরিচয়ের প্রমান দিন।
০৩. কার্ড Active করুন।
০৪. ডলার যোগ করুন।
একটি বিশেষ কথাঃ আমাদের এই সাইটের মাধ্যমে আবেদন করলে আমারা আমাদের সর্বাত্মক সহায়তা দিয়ে থাকব, যা কার্ড Approval এ সহায়ক।

ধাপ-১ : কার্ডের জন্য আবেদন করুন


প্রথমে এই ওয়েবসাইটে যাবেন >> Click Here. তারপর Sign Up ক্লিক করুন।
01-signup
Personal Details – এ সঠিক তথ্য দিন। জাতীয় পরিচয় পত্রে যেভাবে আছে সেভাবে দিবেন ।
আপনার নাম যদি Md. Ahmed Sharif হয় তাহলে লিখুন Md Ahmed Sharif (ডট বাদ দিয়ে)
ধরুন আপনার নাম Md. Ahmed Sharif তাহলে First Name = Md Ahmed :: Last Name = Sharif
আপনার পোস্টাল কোড ভুলে গেছেন? কাউকে ফোন দিন অথবা পোস্ট অফিসে যান অথবা এখানে দেখুন >> Click Here
সতর্কতাঃ অনেকের নিজের জাতীয় পরিচয় পত্র নেই, তারা বাবা/মা/ভাই/বোন কারো নামে কার্ড করে থাকেন। অনেকে একই পরিচয়পত্র দিয়ে বহুদিন আগে কার্ড Approve করেছেন কিন্তু হাতে পাননি, তারা বাবা/মা/ভাই/বোন কারো নামে আবার কার্ড করে থাকেন যা Payoneer অনুমোদিত নয়।
02-addr
Step ii তে ক্লিক করুন এবং তথ্য পূরণ করুন
03-security
Step iii তে ক্লিক করুন এবং তথ্য দিন। Finish ক্লিক করুন। সব কিছু ঠিক থাকলে প্রথম ধাপ শেষ হলো।
04-finish
যেকোনো সময় www.Payoneer.com -এ লগিন করে আপনার application status দেখতে পাবেন।
06-login
application status দেখতে নিচের ছবিটি দেখুন।
07-status

ধাপ-২ : আপনার পরিচয়ের প্রমান দিন


কয়েক ঘণ্টার মধ্যে আপনি পরিচয় নিশ্চিতের জন্য ইমেইল পাবেন (২৪ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে)। স্পাম ফোল্ডার দেখতেও ভুলবেন না।
আপনার জাতীয় পরিচয় পত্রের ২টি ছবি তুলুন, সামনের দিকের একটা, পিছনের দিকের একটা।
আপনার ইমেইল চেক করুন এবং Upload Link ক্লিক করে ছবি গোলো upload করুন।
08-verify
আপলোডের আগে ছবির সহজ নাম দিন যেমন ahmed1.jpg ahmed2.jpg (ছবির নামে কোনো স্পেস দিবেন না)
প্রথমে সামনের দিকের ছবিটা আপলোড করুন। দুটি ছবি একবারে আপলোড করবেন না।
09-upload-1
আপনার ইমেইল আবার দেখুন, Upload Link টি আবার ক্লিক করুন, এবার ID কার্ডের পিছনের দিকের ছবিটা আপলোড করুন।

ধাপ-৩ : কার্ড Active করুন


৭ থেকে ১৪ দিনের মধ্যে আপনার কার্ডটি চিঠি দিয়ে পাঠানো হবে। Check regularly card status by login at payoneer.com -এ লগিন করে দেখুন কার্ড পাঠানো হয়েছে কিনা।
পাঠানোর পর ২ থেকে ৬ সপ্তাহ লাগে কার্ড হাতে পেতে। নিয়মিত পোস্ট অফিসে যোগাযোগ রাখবেন। মাষ্টার কার্ডের ব্যাপারে বলবেন না, শুধু বলবেন আপনার একটা চিঠি আসবে, বিদেশ থেকে।
কার্ড হাতে পেলে এটি ওয়েবসাইট থেকে activate করতে হবে এবং পিন কোড দিতে হবে।
10-activa
পিন কোড দিন যা এটিএম বুথ থেকে টাকা তোলার সময় কাজে লাগবে।
11-activated

ধাপ-৪ : ডলার যোগ করুন


আপনি অনেকভাবে কার্ডে ডলার তুলতে পারবেন
পেপাল থেকে (USA virtual address and payoneer virtual bank, it is free)
Freelancing ওয়েবসাইট থেকে যেমন upwork/oDesk, Freelancer, Elance, Guru ইত্যাদি
From Payoneer Partners – textlink, infolinks, clicksor, awsurvey, dreamtimes…
USA and European company থেকে.
অন্য মাষ্টার কার্ড দিয়ে
মনে রাখবেন, ডলার বিহীন Mastercard একটি প্লাস্টিকের টুকরা মাত্র, অনেকটা কানেকশনবিহীন সিমকার্ড এর মত। তাই আপনার পরের ধাপ হবে কিভাবে ডলার লোড করা।
নতুন কার্ডে ডলার লোড করার উপায়গুলি বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আপনি যদি প্রথম বার ১০০ ডলার তুলেন, ২৫ ডলার বোনাস পাবেন । ১০০ ডলার একবারে কিংবা কয়েকবারে লোড করতে পারবেন। তার বেশি লোড করলেও সমস্যা নেই। এই টাকা আপনি এটিএম বুথ থেকে তুলে নিতেও পারবেন।
- See more at: http://www.jesmincms.com/free-payoneer-master-card/#sthash.BQXhTsEG.dpuf

পেওনিয়ার মাস্টার ডেবিট কার্ড ব্যবহার করে টাকা আনা নেওয়ার সহজ উপায়

ওডেস্ক থেকে অর্থ প্রাপ্তি অনেক সহজ কাজ কারণ এখানে কয়েকটি পদ্ধতি রয়েছে টাকা পাওয়ার। তার একটি হলো পেওনিয়ার । বাংলাদেশে অথবা সেসব দেশে যেখানে পেপাল সুবিধা নেই সেখানে অনলাইনের টাকা পাওয়ার অন্যতম শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে পেওনিয়ার প্রিপেইড ডেবিট মাস্টার কার্ড। আসুন পেওনিয়ার মাস্টার ডেবিট কার্ডের আবেদন করার প্রক্রিয়া বিস্তারিত জেনে নেই ।

(প্রসঙ্গত বলে রাখা ভালো – ফ্রিল্যান্সারদের বহু আরাধ্য অনলাইন অর্থ ব্যবস্থা পেপাল আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশে কাজ শুরু করবে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মুহিত এবং, কোন মাদ্ধম ছাড়া সরাসরি আপনার ব্যাংক একাউন্ট এ টাকা আনার ব্যাবস্থা ও চালু হয়েছে। )
বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইট (মার্কেট প্লেস) থেকেও টাকা উত্তোলনের সহজ এবং ঝামেলামুক্ত পদ্ধতি হচ্ছে পেওনিয়ার সাইট কর্তৃক প্রদত্ত একটি ডেবিট মাস্টার কার্ড


এই পদ্ধতিতে আপনি টাকা খুবই দ্রুত পৃথিবীর যেকোন স্থান থেকে ATM এর মাধ্যমে উত্তোলন করতে পারেন। উত্তোলনের পাশাপাশি কেনাকাটাও করতে পারবেন (অনলাইনে এবং আশে পাশের দোকার/মারকেট থেকে। এমনকি এর মাধ্যমে বিদেশে অবস্থিত আপনার কোন আত্মীয় বা বন্ধুবান্ধব তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড থেকে আপনাকে টাকা পাঠাতে পারবে।
(চয়েস ব্যাংক (USA) এই কার্ড টা ইস্যু করে, আর লাইসেন্স দেয় MasterCard International Incorporated.)
পেওনার সাইট থেকে সরাসরি এই কার্ডের জন্য আবেদন করা যায় না। এটি পেতে হলে ফ্রিল্যান্সিং যে কোন একটি সাইট (রেন্ট-এ-কোডার, গেট-এ-ফ্রিল্যান্সার বাওডেস্ক) অথবা রেফার লিংকের মাধ্যমে আপনার একটি মাস্টার কার্ড পেতে পারেন ।

পেওনিয়ার প্রিপেড ডেবিট কার্ড কি?
এটি অন্য সব ক্রেডিট কার্ডের মতই, এটি একটি বাস্তব কার্ড (ভার্চুয়াল নয়), এটি অন্য সকল প্লাস্টিক কার্ডের মতই কাজ করে, পেওনিয়ার একটি প্রিপেড বা ডেবিট কার্ড আর এরজন্যে আপনার কোন ব্যাংক একাউন্টও থাকা প্রয়োজন নয়। এটি আপনার অডেস্ক অথবা অন্যন্য মার্কেট প্লেসে প্রোফাইলের সাথে সংযুক্ত থাকে আর আপনি আপনার অডেস্ক, ফিভার, ফ্রিল্যান্সার বা অন্যন্য কোম্পানির ইনকাম পেওনিয়ার ডেবিট কার্ডে নিয়ে আসতে পারেন।

কিভাবে পেওনিয়ার মাস্টারকার্ডের জন্যে আবেদন করবেন?

১। প্রথমে এই লিংকে যাবেন। এর পর সাইন আপ করবেন। এতে আপনি প্রথম ডিপোজিটে ১০০ ডলার লোড হইলে ২৫ ডলার পাবেন। উল্লেখ্য পেওনিয়ারের বাৎসরিক চার্জ ৩০ ডলার। এটি আপনার প্রথম ট্রাংজেকশনে কেটে নিবেন। মানে আপনি যদি ১০০ ডলার লোড করেন তাহলে প্রথমেই ৩০ ডলার কেটে নিবে। পরে ৭০ ডলার থাকবে। এর পরে ২৫ ডলার ১ দিন পরে লোড হবে। সো আপনার মোট ডলার থাকবে ৯৫ ডলার। লিংক এইখানেঃ Click Here For Master Card

(সতর্কতাঃ আপনার দুইটা পায়ে ধরি আপনি যদি ফ্রিল্যান্সার না হন বা অনলাইনে আয়ের কোন উৎস না থাকে তবে দয়া এই কার্ড এপ্লাই করে অযথা দেশের ক্ষতি করবেন না)

আপনার বিবরণ দিন, ফর্মটি ভালোভাবে পূরণ করেন আর এরপর আপনি একটি সিকিউরিটি ডকুমেন্ট দাখিল করবেণ। (National ID/Passport or Driving L.)এখানের দ্বিতীয় এড্রেসটি বা ঠিকানাটি হচ্ছে আপনার সেই ঠিকানা যেখানে পেওনিয়ার তাদের মাস্টারকার্ডটি আপনার নিকট পাঠাবে। আপনি এ ঠিকানাটি ব্যবহার করতে পারেন বিল পরিশোধ ঠিকানা হিসেবে অথবা শিপিং ঠিকানা হিসেবেও। ফর্মের তৃতীয় ভাগে, আপনার পাসওয়ার্ড নাম্বার/ড্রাইভিং লাইন্সেস নাম্বার/জাতীয় পরিচয়পত্রের নাম্বার(ভোটার আইডি যদি থাকে) জানতে চাওয়া হবে।
এপলিকেশন বা আবেদনটি দাখিল করার পর, পেওনিয়ার আপনার বিবরণ যাচাই করে দেখবে আর আপনি যদি অডেস্ক প্রিপেড মাস্টারকার্ড পাওয়ারড্‌ বাই পেওনিয়ার পাওয়ার যোগ্য হন তবে তারা কার্ড পাঠাতে রাজি হবে।

একবার আপনার আবেদন সম্মতি পেয়ে গেলেই তারা সাধারণ ডাক মাধ্যমে আপনার কার্ডটি আপনার নিকট পাঠিয়ে দিবে।

সাইনআপ করার সময় নাম ঠিকানাতে : . + , এধরনের চিনহ দেয়া থেকে বিরত থাকুন , আর আগে থেকে আপনার একটি কার্ড থাকলে নতুন করে এপ্লাই করা থেকে বিরত থাকুন ।

***কার্ড এপ্রোভ হতে কিছুটা সময় লাগতে পারে ১ থেকে ৭ দিন পর্যন্ত অনেক সময় ১ মাস ও লেগে যায় ,

***এপ্রোভ করার আগে এপ্রোভাল ডিপার্টমেন্ট কোন তথ্য চাইলে তা দ্রুত রিপ্লাই করুন ,
ধরুন আপনার ঠিকানা আমার চাচ্ছে এক্ষেত্রে C/o অপশন, স্কুলের নাম বা প্রতিষ্ঠানের নাম দেওয়ার দরকার নাই , শুধু গ্রাম , পোস্ট অফিস, শহর, পোস্ট কোড ইত্যাদি দিবেন ।

২। আপনার কার্ড পাইতে হইলে অবশ্যই ভালো ভাবে সাইন আপ করতে হবে। এই জন্য ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের স্ক্যান কপি আপলোড করতে হবে । স্ক্যান কপি স্পস্ট করে করতে হবে।

সাধারনর ওরা রাজি হয়, যখন দেখবে আপনার ওডেস্ক একাঊন্ট এ কিছু টাকা আছে।
payoneer Bangladesh
প্রশ্নঃ বাংলাদেশে পেওনিয়ার ডেবিট মাস্টারকার্ড পেতে কত সময় লাগতে পারে ?

উত্তরঃ পেওনিয়ার ডেবিট কার্ডটি আপনার ঠিকানায় সাধারণ ডাক দ্বারা পাঠানো হবে(কোন বানিজ্যিক ডাক। যেমনঃ ফেডেক্স কিংবা ইউপিএস-এ নয়) আর এতে আপনার ঠিকানায় কার্ডটি পৌছাতে প্রায় ২০ থেকে ২৫ দিন সময় লেগে যেতে পারে। (অনেক সময় কার্ড আসে না ডাক বিভাগের কারনে)
আরো দ্রুত আনতে পাড়েন ডিইচ এল এর মাদ্ধমে – ৩-৫ দিন লাগবে। এতে গ্যারান্টি আছে। তাই ডিএইচ এল ই ভালো।

প্রশ্নঃ  পেওনিয়ার ডেবিট কার্ড -এর মাসিক চার্জ আর উত্তোলন চার্জ কত?
উত্তরঃ ATM থেকে নুন্যতম উত্তোলন চার্জ হবে 3.30 ডলার। আপনার ডেবিট কার্ডের ৩ বৎসরের ৩০ ডলার।

প্রশ্নঃ “পেওনিয়ার” ব্যবহার করে টাকা উঠানোর জন্যা আমি কোথায় এটিএম কেন্দ্র খুঁজে পাবো?
উত্তরঃ আপনি যেকোন এটিএম কেন্দ্র বা বুথ্‌ থেকে পেওনিয়ার ডেবিট কার্ড ব্যবহার করে টাকা উঠাতে পারেন। এই কার্ডটি মাষ্টার কার্ড লোগো যুক্ত এটিএম বুথ-এ কার্যকর যেমনঃ-ডাচ্-বাংলা ডিবিবিএ্‌ল, প্রাইম ব্যাংক,স্টেন্ডারড চাটারড ব্যাংক, ব্র্যাক ব্যাংক -এর এটিএম বুথ। অর্থাৎ যেখানে মাস্টার কার্ড এর লোগো আছে , সেখানেই উত্তোলন করতে পারবেন।


প্রশ্নঃ আমি কি এই কার্ডটি দিয়ে অনলাইনে ক্রয়ের অথবা খরচের কাজে ব্যবহার করতে পারবো?
উত্তরঃ হ্যা। আপনি এই কার্ডটি দিয়ে অনলাইনে ক্রয় অথবা খরচে ব্যবহার করতে পারবেন। বাড়তি কোন ফি দিতে হবে না।

প্রশ্নঃ আমি কি এই পেওনিয়ার কার্ড দিয়ে আমার দেশের দোকান গুলোতে ক্রয়ের কাজে ব্যবহার করতে পারবো?
উত্তরঃ হ্যা। আপনি এই কার্ডটি দিয়ে যেকোনো দোকান (যেখানে মাস্টার কার্ড এর লোগো আছে) ক্রয় এর কাজে ব্যবহার করতে পারবে। বাড়তি কোন ফি দিতে হবে না। কেনার পর একটা রিসিট পাবেন। মিলিয়ে দেখুন আপনার কেনাকাটার টাকার অঙ্ক ঠিক আছে কিনা। অতপর সিগ্নেচার করে দিয়ে দিন। অনুরুপ একটা রিসিট আপনার সংরক্ষণ এর জন্ন আপনাকে দেয়া হবে।

প্রশ্নঃ পেওনিয়ার ডেবিট মাস্টারকার্ডের চার্জটি কি খুব বেশি নয়?

উত্তরঃ যদি আপনি সপ্তাহে মোটামুটি আয় করে থাকেন, তবে এই খরচটি আপনাকে ভাবাতে পারবে না। অন্তত, এতো ভালো সুযোগ-সুবিধা আপনি খুব নুন্যতম মুল্যে পাচ্ছেন।
প্রশ্নঃ আমি পেওনিয়ারে এপ্লাই করেছি কিন্তু কার্ড পাচ্ছি না কেন?
উত্তরঃ আপনার আইডি কার্ড স্ক্যান করে পাঠানোর পর এপ্রভ হয়ে ১ মাস লেগে যায় তারপর রেগুলার মেইল এ কার্ড আসার সময় হলো ২৫ দিন।সবোচ্চ ৩৫ দিন। সাধারনত আরো আগেই আসে। এর খরচ নেই। ফ্রী। আর খুব দ্রুত কারড আনতে চাইলে ডি এইচ এল এর মাদ্ধমে আনা জাবে।৩ থেকে ৫ দিন লাগবে। খরচ ৬০ ডলার। পারসেল টাকে ট্রেক করা যাবে।

পেওনিয়ার কার্ড আনার জন্য কত টাকা থাকতে হবে একাউন্ট এ?
২০ ডলার এর মতো। (কিছু কম বা বেশি) অনেক সময় কার্ড এ টাকা না থাকলেও ওরা কার্ড পাঠিয়ে দেয়। এটা নির্ভর করে।

প্রস্নঃ আমি ক্লায়েন্ট হিসেবে পেমেন্ট মেথড ভেরিফাই করতে চাই পেওনিয়ার কার্ড দিয়ে। পারবো?
উত্তরঃ ওডেস্ক থেকে বলা হয়, এ সম্ভব নয়। (Debit card, prepaid cards, and virtual cards are not accepted as client payment method.) কিন্তু আসলে সম্ভব 😀

প্রশ্নঃ আমি কিভাবে কার্ড কেন্সেল করবো?
উত্তরঃ আরে ভাই কেন্সেল করবেন কোন দুঃখে? জাই হোক, সরাসরি customer support এ মেইল করুন। আপনার কার্ড এর শেষ ৪ ডিজিট এবং নাম (যা কার্ড এ দেয়া আছে) দিয়ে। ওরা কেন্সেল করবে। বাকি টাকা এ টি এম থেকে তুলে নিতে পারবেন।

আমি কি অন্য Credit card দিয়ে আমার পেওনিয়ার কার্ড লোড করতে পারবো?
হ্যাঁ। পারবেন। যেকোনো Visa@Master card দিয়ে।
কার্ড না ব্যাবহার করলে কি হবে?
কার্ড এ যদি কোন টাকা না থাকে, কোন চার্জ প্রযোজ্য হবে না। Inactive হয়ে থাকবে।লেনদেন করলে Active হয়ে যাবে। একটিভ করার ১৮০ দিনের লেনদেন না করলে block হয়ে যাবে (তার আগে পেওনিয়ার থেকে ওয়ার্নিং লেটার পাঠানো হবে আপনাকে।) এবং আপনাকে কাস্টমার সাপোর্ট এ কথা বলতে হবে।
কার্ড যদি হারিয়ে/চুরি হয়ে যায়?
সাথে সাথে call করুন ওদের কে। 1-646-224-6993 (২৪/৭ দিন খোলা)
পেওনিয়ার কার্ড পাওয়ার আর কি শর্ত আছে?
আপনার বয়স ১৮ হতে হবে। (ব্যাংক একাউন্ট না থাকলেও পেতে পারেন)।

আমি কি অন্নান্য ফ্রিলেঞ্চ মার্কেট প্লেস গুলোতে (elance, freelancer etc) ওডেস্ক পেওনিয়ার কার্ড ব্যাবহার করে টাকা উত্তোলন করতে পারবো?
হ্যাঁ। পারবেন।
এখানে সাইনআপ করুন>>> http://goo.gl/ecyT3G

এ টি এম গুলো কোথায় পাবো?
বলেন কি? রাস্তার মোড়ে মোড়ে এখন এ টি এম পাওয়া যায় :)

ডলার এর রেট কত করে বাংলাদেশে?
এখানে চেক করে দেখুন – http://usd.fxexchangerate.com/bdt/
———————————————————-
আমি আমার পেওনিয়ার মাস্টার ডেবিট কার্ড কিভাবে লোড করতে পারি?
২ টি উপায় আছে।
১) মাস্টার ডেবিট কার্ড দিয়ে ২) ডিরেক্ট ডেপোজিট
ক্রেডিট কার্ড দিয়ে ঃ
My Account.
Enter >Username and Password
>”Load Money” সিলেক্ট করুন “Tools” menu থেকে
e-mail address বা card number দিন
>”Continue”> “Credit Card” ট্যাব
যা জানতে চায় দিন আর বলুন কিভাবে আপনি লোড করতে চান।
>”continue”.Confirm করুন> “Save Changes” এ ক্লিক করে।
কনফারমেশন এমেইল পাবেন।২ দিনএর ভেতর লোড হয়ে যাবে।

আপনি যদি Odesk, Freelancer, Fiverr, Elance, Infolinks অথবা মাস্টার কার্ডে ডলার উইথড্র করার সুবিধা দেয় এমন কোম্পানিতে কাজ করে থাকেন তবে আপনার পেওনিয়ার কার্ডটি অ্যাড করে সরাসরি কার্ডে ডলার আনতে পারবেন । এক্ষেত্রে কোম্পানি গুলো ২% চার্জ করতে পারে এজন্য ২৫ ডলার বোনাস পেতে ১০৩ উইথড্র দিবেন । অথবা Google Adsens, Skrill, Bidvertiser Amazon,clicksure অথবা অন্যন্য কোম্পানি থেকে ব্যাংক উইথড্র বা ওয়্যার ট্র্যান্সফারের মাধ্যমে কার্ডে ডলার আনতে পারেন, এজন্য Us Payment Service এর ব্যাংক একাউন্ট নাম্বার ও রাউটিং নাম্বার আপনার প্রোফাইলের ব্যাংক উইথড্র অপশনে যোগ করুন । Us Payment Service এর ব্যাংক অ্যাড করার সময় কান্ট্রি অবশ্যই U.S.A সিলেক্ট করে নিবেন । ও আপনার আমেরিকান ক্লায়েন্ট চাইলে Us Payment Service এর Bank Of America ব্যাংক একাউন্ট নাম্বার দিয়ে সরাসরি ব্র্যাঞ্চ থেকেও ডিপোজিট করে দিতে পারবেন ।


কিভাবে পিন পেওনিয়ার কার্ডের পিন পাবো ?

কার্ড চিঠি তে লাগানো থাকে। খুলে নিন। এক্টিভেট করার জন্য PIN কিন্তু চিঠিতে নেই। যা করবেন তা হলো –
WWW.PAYONEER.COM এ যান।
এক্টিভেট ইউর কার্ড (Activate your card)- বাটন টিতে ক্লিক করুন
ইউজার নেম আর পাসওয়ার্ড দিন।
৪ ডিজিট এর নতুন পিন তৈরি করুন। ক্লিক করুন “সাবমিট”
পেওনিয়ার থেকে মেসেজ পাবেন
আপনার কার্ড এক্টিভেট হয়ে গেছে।

কিভাবে পিন বদলানো যাবে?
ক্লিক করুন – MY account
Tools Menu থেকে সিলেক্ট করুন change PIN
যা জিজ্ঞাসা করবে জানান আর নতুন পিন দিন। submit করুন।


কার্ড এর খরচ কেমন? (বিস্তারিত)
প্রথমবার (ইমিডিয়েট লোড সহ) :
ওডেস্ক থেকে উত্তোলন (কার্ড এ টাকা ট্রান্সফার)-২ ডলার
তাৎক্ষনিক লোড – ২.৫ ডলার


পরের বার :
ওডেস্ক থেকে উত্তোলন -২ ডলার
তাৎক্ষনিক লোড – ২.৫ ডলার

(ধরুন সারা মাস কাজ করে আপনি ওডেস্ক থেকে এক বার লোড দিলেন। গেলো ২ ডলার। এখন সব টাকা কার্ড এ চলে এলো। আর ওডেস্ক এ কোন টাকা দিতে হবে না। এখন আপনার খরচ বলতে ATM থেকে উত্তোলন ফি। প্রতিবার।তাই বারে বারে লোড না দিয়ে এক সাথে টাকা তোলা টা ভালো। অবশ্য কিছু বেশি টাকা হলে ফি টা একদম ই গায়ে লাগে না)
এছাড়া :
$১২.৯৫ – Card replacement (কার্ড হারিয়ে গেলে নতুন কার্ড আনা)
$0.৯০ – এটিএম বেলেন্স চেক। (কত টাকা আছে দেখা)
$0.৯০ – এটিএম বেলেন্স ডিক্লাইন।(কার্ডে যা টাকা আছে তার চে বেশি উত্তোলন করতে গেলে)
টাকা না থাকলে উইথড্র দিতে জাবেন না। এটিএম কার্ড গিলে ফেলতে পারে।
(সব চার্জ কাটা হবে তা নয়। যেমন যদি balance check করেন তবে balance check এর জন্য যা চার্জ তা কাটা হবে।)

কার্ড এর লিমিট
কার্ড এর লিমিট হচ্ছে ১০,০০০ ডলার। প্রতিদিন লিমিট হলো ৫০০০ ডলার।
প্রতি উত্তোলনে সরবচ্চ তোলা যাবে ২৫০০ ডলার। আর সরবচ্চ  ২৫০০ ডলার এর কেনাকাটা করা যাবে। মোট ৫০০০ ডলার। অর্থাৎ নগদ নিয়ে পারবেন ২৫০০ ডলার, কার্ড দিয়ে কেনাকাটা করতে পারবেন ২৫০০ ডলার (অনলাইন বা সাধারন দোকান গুলো থেকে)

জেনে রাখুন–
প্রতি উত্তোলন এ- ব্যাংক অনুযায়ী লিমিট। যেমন Brac Bank এ লিমিট হলো ২০০০০ হাজার টাকা। Prime Bank এ লিমিট হল ১০০০০ হাজার টাকা। SCB এ ৫০০০০ হাজার টাকা।
এর মানে হলো – ধরুন আপনি ৬০০০০ টাকা তুলবেন। ব্রাক হলে ৩ বার উইথড়্র দিতে হবে। SCB হলে ২ বার।

জেনে রাখুন :
১) ওডেস্ক থেকে টাকা মাস্টার কার্ড এ লোড ২ ভাবে করতে পারেন।
ক) সাধারন লোড – ফ্রী (২ দিন লাগবে)
খ) তাৎক্ষনিক লোড – ২.৫ ডলার – ৫ মিনিট লাগবে লোড হতে। (কেউ বলে ৩০ মিনিট , কেউ বলে ২ ঘণ্টা ইত্যাদি। কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম।)
(বলে রাখা ভালো ওখানে আর একটি option আছে যাতে বলা আছে আগামিতে যত লোড করবেন – তা সব তাৎক্ষনিক লোড হিসেবে করতে চান কিনা? Box এ ক্লিক করলে সামনের সব লোড automatic তাৎক্ষনিক লোড হয়ে যাবে।)

(২) পেওনিয়ার ডেবিট মাস্টারকার্ড সম্পর্কে বাংলাদেশে অনেক গুজব রয়েছে।
এডিয়ে চলুন। 

———————————————————————-
__লক্ষ করুন__

পেওনিয়ার কার্ডে ১০০ ডলার লোড দিলেই ২৫ ডলার বোনাস পাবেন,  ধরুন আপনি Odesk or Freelancer থেকে ১০০ ডলার উত্তোলন করতে চান তবে ১০৩ ডলার উইথড্র দেন কারন Odesk 2$ চার্জ করবে তাই বেশি উইথড্রদিতে হবে 


————————————————————————



ব্যাক্তিগত ভাবে আমি payoneer ব্যাবহার করি এবং কোন ঝামেলা ছাড়া খুব সহজে উত্তোলন করতে পারছি।
————————————————————————————-
কার্ড হারিতে/চুরি হলে সাথে সাথে পেওনিয়ার এর নাম্বার এ ফোন দিয়ে জানান। ওরা ব্লক করে দিবে। (নাম্বার তাই সাথে রাখুন।(1-646-224-6993) অথবা customar support এ যোগাযোগ করুন দ্রুত (live chat- http://goo.gl/OCmMzw  )
——-এছাড়া কার্ড এবং পিন খুব ই সতর্কতার সাথে রাখুন। ———-
সুবিধাঃ
১) সারা পৃথিবির প্রায় সব এটিএম এবং দোকান এ গ্রহনযোগ্য ।
২) পেওনিয়ার মাস্টার কার্ড আছে ইউ এস ডলার এ। কনভারট করা যায় নিজের দেশের currency তে।
৩) খুব দ্রত উত্তোলন – টাকা আসতে ৫ মিনিট লাগে।
৪) নিরাপদ – খুব ই নিরাপদ, পেপাল এর মত।
৫) শিপিং – ঘরের দরজায় কার্ড দিয়ে যায় বিনামুল্যা।
৬) লোডিং – ইমেইল বা কার্ড নাম্বার দিয়ে ইজি লোড।
৭) অন্য পেওনিয়ার কার্ড থেকে টাকা transfer করা জায়।
8) অন্নান্য Freelance Market place গুলোতে ব্যাবহার করা যাবে।
———————————————————————————————————————-
Payoneer rocs!! সহজতম, সাশ্রয়ীতম, নিরাপদতম, দ্রুততম এক সাথে পাওয়ার কথা না। তবে পাচ্ছেন।

সহজতম: এর চেয়ে সহজ আর কি হতে পারে। টাকা ২ ক্লিক দিয়ে কার্ড এ আনলেন, আর বাড়ির পাশে এ টি এম থেকে উইথড়্র মারলেন। আর টাকা আনতে সময় লাগে মাত্র ৫ মিনিট।
নিরাপদতমঃ প্রায় ই শোনা যায় ব্যাংক এর টাকা আনা নিয়ে প্রব হচ্চে। কিন্তু ডি এইচ এল দিয়ে আনান। ১০০ ভাগ নিরাপদ। এবং টাকা লোড দেয়া মাত্র ই এসে পড়ে। কোন মিস নাই।
দ্রুততম ঃ সহজতম দেখুন 😀
সাশ্রয়ীতমঃ ব্যাংক এ একবারের বেশি উইথড্র তো আপনি দিচ্ছেন না। ৫ ডলার ২ বার কেন খরচ করতে কে চায়। কিন্তু পেওনিয়ার এ উইথড্র ২.৫ ডলার। ( ইমিডিয়েট লোড দিলে টোটাল ৫ ডলার।) তাই আপনি বেশি উইথড্র দিতে পারছেন। আর মাসে একবার টাকা এনে কি চলা শম্ভব? দরকারে কি করবেন? তাই পেওনিয়ার সাশ্রয়ীতম। আর মাসিক ফি ১-৩ ডলার।
আর বিদেশ থেকে প্রোডাক্ট কিভাবে কিনবেন, মানে অনলাইনে কেনা কাটা? লোকাল দোকান/মার্কেট থেকে কার্ড দিয়ে শপিং কিভাবে করবেন? আপনি ক্লায়েন্ট হলে কন্ট্রাক্টর কি কিভাবে পে করবেন? এসব এর উত্তর ও পেওনিয়ার মাস্টার কার্ড।
——————————————————————————————————————-
আজ এইটুকু। মতামত বা যেকোনো তথ্য জানালে খুশি হবো। সাথেই থাকুন।
ধন্যবাদ।

সর্বশেষঃ পেওনিয়ার থেকে এখন সরাসরি আপনার বাংলাদেশী ব্যাংক একাউন্টে উইথড্র করতে পারবেন , ব্যাংক এশিয়াতে উইথড্র দিলে ২৪ ঘণ্টার মধ্যে টাকা এসে যাবে অন্য ব্যাংকে লাগবে ৩ দিন ।

পেওনিয়ার (Payoneer) নিয়ে কিছু প্রয়োজনীয় তথ্য

Payoneer সম্পর্কিত একটি পোষ্ট-

যারা Payoneer নিয়ে নিচের প্রশ্ন গুল করে থাকেন তাদের জন্য।

- Payoneer মাষ্টার কার্ড কোন ব্যাংক এর ATM এ ব্যবহার করলে বেশি রেট পওয়া যাবে?
- Payoneer মাষ্টার কার্ড এর মাসিক চার্জ কত?
- Payoneer মাষ্টার কার্ড কোন ATM এ ব্যবহার করা ভাল হবে?
- Payoneer মাষ্টার কার্ড ATM এ দিয়ে টাকা না পেলে কি করবেন? এই ধরনের আর সব প্রশ্নের উত্তর...
নভেম্বর ২০০৯ এ আমার ফ্রিলান্সিং ক্যারিয়ার শুরু। এবং জানুয়ারী ২০১০ থেকে Payoneer এর ব্যববার শুরু।। আমার এই অভিজ্ঞতা থেকে...

- Payoneer মাষ্টার কার্ড কোন ব্যাংক এর ATM এ ব্যবহার করলে বেশি রেট পওয়া যাবে?

*** Payoneer মাষ্টার কার্ড দিয়ে টাকা উঠালে বাংলাদেশের সব ব্যাংকের ATM এ আপনি সমান রেট পাবেন। কত টাকা রেট পাবেন এটা জানতে আপনি গুগলে সার্চ করুন "Convert USD to BDT" এটা লিখে। লিঙ্ক টা দেখতে পারেন। http://tr.im/1FtXd
এখন আপনাদের হয়ত জানা আছে যে, Payoneer মাষ্টার কার্ড এর একটা ATM Withdrawal চার্জ আছে, এই চার্জ টা নির্ভর করে আপনার কার্ড এর উপর, মানে কিভাবে আপনার কার্ডটা করা, কারো রেফারেল, ডিরেক্ট Payoneer মাষ্টার কার্ড এর সাইট এ গিয়ে, না কি কোন ফ্রিলান্সিং বা পার্টনার সাইট থেকে করা। তবে এই চার্জ টা সধারনত ২.১৫ বা ৩.১৫ ডলার হয়ে থাকে। আপনার কার্ড এর চার্জ দেখতে এই লিঙ্ক থেকে ঘুরে আসুন। http://tr.im/1FrEq অবশ্যই আপনার আকাউন্টে লগইন করে। যে কোন এমাউন্ট এ এই চার্জ ফিক্সড। এখন আপনি যদি ৫০০ টাকা ও Withdrawal করেন তাও আপনার যে (২.১৫ বা ৩.১৫ ডলার) চার্জ করা হবে এবং ২০০০০ টাকা ও Withdrawal করেন তাও (২.১৫ বা ৩.১৫ ডলার) চার্জ কাটা হবে। এছাড়াও আরো একটি চার্জ আছে, যেটা ব্যাংক এর চার্জ, ৩% চার্জ এটা সব ব্যাকং এই সমান। অর্থাৎ ১০০ টাকাই ৩ টাকা বাংক কেটে নেবে। ব্যাখাঃ এখন ডলারের রেট ৭৭.২৮ হলে আপনি পাবেন ৩/১০০*৭৭.২৮=২.৩২ টাকা। অর্থাৎ ৭৭.২৮ টাকাই ২.৩২ টাকা চার্জ বাদ ৭৭.২৮-২.৩২=৭৪.৯৬ টাকা।

- Payoneer মাষ্টার কার্ড এর মাসিক চার্জ কত?

*** Payoneer মাষ্টার কার্ড এর মাসিক চার্জ ও নির্ভর করে আপনার কার্ড এর উপর, মানে কিভাবে আপনার কার্ডটা করা, কারো রেফারেল, ডিরেক্ট Payoneer মাষ্টার কার্ড এর সাইট এ গিয়ে, না কি কোন ফ্রিলান্সিং বা পার্টনার সাইট থেকে করা। তবে এই চার্জ টা সধারনত ১ বা ৩ ডলার হয়ে থাকে। আপনার কার্ড এর চার্জ দেখতে এই লিঙ্ক থেকে ঘুরে আসুন। http://tr.im/1FrEq অবশ্যই আপনার আকাউন্টে লগইন করে। এক এবং ৩ ডলার হয়ে থাকে আপনার মাসিক পেমেন্ট রিসিভ এর উপর। আপনি মাসিক যদি ৩+(অনেক কার্ড এর ক্ষেত্রে এট ২+ ও থাকতে পারে) পেমেন্ট রিসিভ করে থাকেন তাহলে আপনার ১ ডলার চার্জ কাটবে নেক্সট মাসের ১ম তারিখে। আর যদি ৩ টার(যাদের ২+ আছে তাদের ২ টার) নিচে পেমেন্ট রিসিভ করে থাকেন তাহলে ৩ ডলার কাটবে। এই চার্জ করার সময় Payoneer যদি আপনার কার্ডে পর্যাপ্ত ব্যলান্স না থাকে তাহলে যে এমাউন্ট থাকবে সেটাই কাটবে। যেমন আপনার চার্জ কাটবে ৩ ডলার কিন্তু আপনার একাউন্টে আছে ১.৫ বা তার ও কম তাহলে ১.৫ বা যে এমাউন্ট থাকবে সেটা কেটে নেবে। এবং পরবর্তী মাসে আর বাকি এময়াউন্ট টা কাটা হবে না। (নেক্সট মাসে শুধু নেক্সট মাসের নির্ধারীত চার্জ কাটা হবে, এই মাসে ডিউ ১.৫ আর কাটা হবে না) এমনকি যদি কোন মাসে আপনার ০ বালান্স থাকে তাহলে এই মাসে কোন চার্জ কাটা হবে না। প্রতি মাসে চার্জ করা হবে তার আগের মাসের হিসাব করে।

- Payoneer মাষ্টার কার্ড কোন ATM এ ব্যবহার করা ভাল হবে?

*** Payoneer মাষ্টার কার্ড ডাচ-বাংলা ব্যাংক এর ATM এ ব্যবহার করাই ভাল। নিচের উত্তরে এর কারন দেখুন। 

- Payoneer মাষ্টার কার্ড ATM এ দিয়ে টাকা না পেলে কি করবেন? 

*** আপনার কার্ডটি ATM মেশিনে প্রবেশের পর আপনি টাকা ইনপুট করার পর যে কোন কারনে আপনি টাকা পেলেন না, তাহলে আপনাকে যেটা করতে হবে। প্রথমে আপনাকে বাংক এ যোগাযোগ করতে হবে, তবে আমি বলি বাংকে যোগাযোগ করে কোন লাভ নেই। কোন বাংক ই - Payoneer মাষ্টার কার্ড এর সাপোর্ট দিতে চাইনা। তারা বলে এটা আমাদের বাংক এর কার্ড না। আপনি আপনার কার্ডের ব্যাংক এ যোগাযোগ করেন, (আমি আলরেডী ব্যাক, প্রাইম, এ প্রবলেম এ পরেছি)। এখন আপনাকে Payoneer এর সাপোর্ট এ যোগাযোগ করতে হবে। তারা আপনাকে একটা Dispute Card Holder নামে একটা ফর্ম দিবে। এবং সেটা পুরন করে ফ্যক্স অথবা রিপ্লে ইমেল এ পাঠতে হবে। এটা পাঠানোর পর ৯০ দিনের মধ্যে আপনার টাকা আপনি আপনারএ পেয়ে জাবেন (যদি ফর্মে আপনার দেওয়া সকল তথ্য সঠিক হয়)। তবে হ্য্য আপনি এই টাকা ফেরত পাবেন কি না এটা ৩০ দিনের মধ্যে বুঝতে পারবেন। কারন ৩০ দিনের মধ্যে ই আপনার ডলার পেন্ডিং দেখাবে(দুই বা এক ডলার কম বেশি হয়ে পারে) কিন্তু আপনি টাকা উঠাতে বা কোন কাজে ব্যবহার করতে পারবেন না। এবং ৬০ বা ৬৫ দিন পরে Available হয়ে যাবে।

এখন আসি ডাচ-বাংলা ব্যাংক ATM এর কথাই। ঊপরের নিয়ম টা এ ক্ষেত্রে প্রযোজ্য নয়। ডাচ-বাংলার ATM এ যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে আপনি ১০ মিনিট থেকে ৩ ঘন্টার মধ্যে আপনার টাকাটা কার্ড এ পেয়ে জাবেন (পুরো টাকা) এটা ডাচ-বাংলার অটো পদ্ধতি। যদি কোন ক্রমে ৩ ঘন্টার মধ্যে না পান তাহলে ২৪ ঘন্টা অপেক্ষা করুন আশা করি পেয়ে জাবেন। যদি তাও না পান তাহলে ও আপনাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে না। কারন ডাচ-বাংলা ব্যাংক এর কাল সেন্টারে আপনি অভিজোগ করতে পারবেন এবং তারা আপনাকে ৭২ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবে। তবে আমার ৪-৫ বার এই প্রবলেম হয়েছিল কিন্তু প্রতিবার ই আমি ১৫ মিনিটের মধ্যে ফেরত পেয়েছি তাও আবার ১০০% টাকা। এই জন্য আমি সবাই কে বলব DBBL এর ATM ব্যবহার করার জন্য। আর হা এটা DBBL এর সামান্য কিছু বুথ এ কাজ করে না। নো ওয়ারী। যে বুথে এটা কাজ করবে না সে বুথে আপনি কার্ড প্রবেশ করলে আপনাকে দেখাবে, এই ATM থেকে আপনাকে সেবা দেয়া সম্ভভ না। এটার জন্য কোন চার্জ করা হবে না।

Payoneer এর বিভিন্ন চার্জ জানতে এই লিংকে ক্লিক করুন

আর আপনি চাইলে আমার রিফায়ার লিংক থেকে একাউন্ট খুলতে পারেন। এতে করে আপনি পাবেন $25 ডলার আর আমি পাবো $25 ডালার। এই হলো লিংকঃ