Friday, September 11, 2015

Payoneer -এ প্রথম ডলার লোড করার উপায় বিস্তারিত

অনেকের কাছে Payoneer MasterCard আছে কিন্তু তারা প্রথম লোডিং করতে পারেননি, তাই তারা এই কার্ডটি ব্যবহার করতে পারছেন না। অন্য কারো কার্ড থেকে টাকা/ডলার নিতেও পারেন না। আপনার যদি এরকম হয়ে থাকে তাহলে এই পোষ্ট আপনার জন্য।
আপনি যদি এখনো Payoneer মাষ্টার কার্ড না করে থাকেন তবে এখানে ক্লিক করুন একটি ফ্রি কার্ড সাথে $25 বোনাস পাওয়ার জন্য
আমি এখানে কয়েকটি গ্রুপ করে আলোচনা করব – যেমন Freelancing, Payment Processing Company,
US Pay, EU Pay, Third Party Processing ইত্যাদি।

Neteller/Skrill/PayPal/Payza থেকে Payoneer এ ডলার লোড করা-

এটি অনেক সহজ এবং কম সময় লাগবে। প্রথমে আপনাকে Payoneer US Payment Service টি চালু করতে হবে। আর এটি করলে USA তে আপনার নামে একটি Virtual Bank Account হবে, এটি করতে কোন ফি লাগবে না।
Payoneer US Payment Service কিভাবে চালু করব?
payoneer-us-payment-service-menu
প্রথমে payoneer.com এ লগিন করুন। Receive Payments > US Payment Service এ ক্লিক করুন।
এরপর একদম নিচেরদিকে দেখবেন Questionnaire and Documents: এবং ID Documents Uploaded: এর সামনে Submit/Apply এরকম কিছু আছে। Questionnaire and Documents: এর সামনের দিকের বাটনে ক্লিক করে প্রশ্নগুলোর উত্তর দিন। মানে কেন আপনি US Payment service টি নিতে চান। আপনি উল্লেখ্য করতে পারেন আপনি USA থেকে অনেক বায়ারের কাছ থেকে পেমেন্ট নিয়ে থাকেন অথবা কোন যুক্তিগত কারন। এর পরের ধাপে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট এর ছবি আপলোড করবেন। কয়েকদিনের মধ্যে আপনার জন্য এই সেবাটি অনুমোদিত হয়ে যাবে।
payoneer-us-bank-details
US Payment Service Page থেকে Bank Name, Routing (ABA), Account number নিয়ে রাখবেন, কোথাও সেইভ করে রাখবেন। Skrill/Neteller/Payza/Paypal থেকে payoneer এ ডলার লোডে তথ্যগুলো কাজে লাগবে।
Skrill থেকে কিভাবে ডলার লোড করব?
Skrill/Neteller/Payza/Paypal থেকে ডলার লোড করাটা মোটামুটি একই রকম। আমি শুধু skrill থেকে লোড করাটা দেখাবো।
আমি ধরে নিচ্ছি আপনার skrill account আছে এবং তা verify করা। যদি না করা থাকে তবে skrill.com এ সাইনাআপ করে নিয়ে verify করে নিবেন। verify করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। skrill অনেক সময় চিঠি দিয়ে ঠিকানা ভেরিফাই করে। তারাতারি করতে চাইলে, আপনি বিদ্যুৎ বিলের কাগজ এর ছবি দিয়ে ভেরিফাই করতে পারেন।
মূল কথায় আসি –
skrill-bank
Skrill এ লগিন করার পর Cards and Bank Accounts এ যাওয়ার পর Add Bank Account এ ক্লিক করবেন। তারপর Add Bank Account এ ক্লিক করলে যে ফর্ম আসবে তাতে দেশ হিসাবে United States of America সিলেক্ট করলে দেখবেন Bank Short Code আর Account Number চাইবে। Bank Short Code মানে হল Routing (ABA) যা আপনি Payoneer US Payment Service থেকে পেয়েছিলেন। Account Number ও সেখান থেকেই পেয়েছিলেন। Account type = Checking (মানে Current Account) সিলেক্ট করে Add account and continue করলে আপনার US Bank Account টি Skrill এ যোগ হবে।
add-bank-skrill
আমি ধরে নিচ্ছি আপনার স্ক্রিল এ ডলার আছে, যদি না থাকে তবে বন্ধু, বায়ার, পরিচিত কারো কাছ থেকে ডলার নিতে পারেন, নিজ দায়িত্তে।
এবার Skrill এর withdraw বাটনে ক্লিক করে ডলারের পরিমান দিন। একাদিক Bank যোগ করা থাকলে একটু আগে যোগ করা US Bank টি সিলেক্ট করুন, একটি মাত্র Bank যোগ করা থাকলে তা নিজে নিজে সিলেক্ট হয়ে থাকবে।
final-step-to-withdraw
Continue করে আপনি ডলার Withdraw সম্পন্ন করবেন। ৩-৫ দিন পরে ডলার যোগ হয়ে যাবে। এরকম কাছাকাছি উপায়ে payza/neteller/paypal থেকে payoneer এ ডলার লোড করতে পারবেন।
এছাড়া USA থেকে যেকোন কোম্পানি/বেক্তি আপনার ঐ Bank Account এ ডলার পাঠাতে পারবেন। অনেকটা আমাদের দেশে যেমন ব্যাংক থেকে ব্যাংকে টাকা জমা দেওয়া যায়।

Freelancer/oDesk/Elance/Fiverr থেকে  ডলার লোড করা

এই উপায়ে আপনি কয়েকশত সাইট থেকে পেমেন্ট নিতে পারবেন। আমি নিচে Freelancer দিয়ে দেখিয়ে দিচ্ছি।
প্রথমে freelacer.com এর Finances > Withdraw Fund এ যাবেন। আমি ধরে নিচ্ছি আপনার আয় করা ডলার আছে, কোন বায়ারের কাছ থেকে পেয়েছেন অথবা আপনার পরিচিত কেউ আপনাকে কাজের বিনিময়ে (অন্য উপায়ে) ডলার দিয়েছে।
freelance-card
Method হিসেবে Freelancer Debit Card সিলেক্ট করবেন। প্রথমবার এটি ক্লিক করলে একটি পেইজ/স্ক্রিন আসবে যেখানে আপনি নতুন কার্ডের জন্য আবেদন করতে পারবেন, একদম উপরের দিকে দেখুন I already have a card টাইপের কিছু একটা ছোট করে লেখা আছে কিনা। ওখানে ক্লিক করলে আপনাকে payoneer এর ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগিন করতে বলবে, যা যা চায় তা দিলে আপনার কার্ডটি লিঙ্কড হয়ে যাবে। এর পরের বার Freelancer.com > Finances > Withdraw Fund > Freelancer Debit Card সিলেক্ট করলে শুধু ডলারের পরিমান দিতে হবে। Freelancer.com অবশ্য প্রথম পেমেণ্টের জন্য ১৫ দিন সময় নেয়। অন্য সাইটগুলো আরো কম সময় নেয়, কিছু কিছু আবার বেশি সময়ও নিয়ে থাকে।
মনে রাখবেনঃ এরকম Partners Site যেমন Freelancer, oDesk/upwork, Elance, Guru, People Per Hour, Fiverr থেকে ডলার পেমেন্ট নিলে একটি মেইল আসবে। মেইলটিতে জানতে চাইবে আপনি ডলার লোড করতে চান কিনা কিংবা কতদিন পরে পেতে চান। লিঙ্ক ক্লিক না করলে ডলার pending থাকবে।
এই উপায়ে আপনি অনেক অনেক সাইট থেকে পেমেন্ট নিতে পারবেন। আমার জানামতে নিচের সাইটগুলো এই উপায়ে পেমেন্ট দিয়ে থাকে।
99Designs Adinch AliveMax Allwriting.Net Amarillas Internet AmericanRena Americansummer AprioriBeauty Arena Artua AVAFX Avangate Awempire Belvg Birthright US Winter 2012 Bluesnap Booking.com BrainSystems CastingDynamics Checkpoint Sell Big Cieaura Clearvoicesurveys ClickHeat Euro Conspelia Cpalead DemandMedia Depositphotos Inc Doron Cohen- VC Dreamstime DSNR Media Group DubLi ecome2 Elance Envato Evolvhealth Fastspring FIBOGroup FIBOGroupDHL Fiverr Fiverr LBT (India) Forevergreen Freelancer.com Friendfinder FXPrimus Greensmoke Guru.Com Gvo HK Global IT Hotforex IBFX iCODE Systems-VC ImLive Infolinks INinbox InnerLight InstaForex InternationalTravel MaxBounty Ionicware iStockPhoto Isxperia Itworks Kyani Level 9 Marketing Ludaxx_International Lux Flights Markethealth MediaShakers Nfty – Summer Nhtglobal Nubelo Nubelo Euro oDesk Onehourtranslation Optima Origin Pure Payoneer-Affiliates Perfect World Marketing Post Office Prime Internet Marketing Prohq Projectpayday Restart Your Life ReviewMe RevvNRG RS Ran LTD- VC S&M Products Saucomi- Vc Seopassport Sfi ShareCash Smowtion StarionEnergy Stiforp.com Student Media Group Syntek Global Textlinksads Timber Lake Camp TopCoder Total Life Changes Toursbylocals UNIVA CAPITAL Uship Utest UTS – EUR UVOCORP Viridian Energy Visalus Wellnesspro Wister Workana Worldventures Writerbay XtraPlan Zooz ZoozEUR
আপনি যদি এখনো Payoneer মাষ্টার কার্ড না করে থাকেন তবে এখানে ক্লিক করুন একটি ফ্রি কার্ড সাথে $25 বোনাস পাওয়ার জন্য

প্রথমবার লোড করতে পারলেতো আর কথাই নেই। এর পর থেকে আপনি payoneer কার্ড থেকে কার্ডে লোড করতে পারবেন। ডাইরেক্ট লিঙ্ক দিয়ে ক্রেডিট কার্ড থেকে ডলার লোড করতে পারবেন।

আপনি চাইলে US Payment Service এর মত EU পেমেন্ট সার্ভিসটি চালু করে নিতে পারেন।

এই আর্টিকেলটি কয়েকমাস ধরে দিখব লিখব করে সময় আর উপযুক্ত ছবি পাইনি, আজকে লিখে শেয়ার করলাম। হয়তো আপনার কোন বন্ধু এটি পড়লে অনেক উপকৃত হবে, তাই একটু কষ্ট করে শেয়ার করবেন।
- See more at: http://www.jesmincms.com/load-payment-in-payoneer/#sthash.hnQQpSOg.dpuf - See more at: http://www.jesmincms.com/load-payment-in-payoneer/#sthash.hnQQpSOg.dpuf

1 comment:

  1. Want To Boost Your ClickBank Banner Commissions And Traffic?

    Bannerizer makes it easy for you to promote ClickBank products by banners, simply visit Bannerizer, and grab the banner codes for your picked ClickBank products or use the Universal ClickBank Banner Rotator Tool to promote all of the available ClickBank products.

    ReplyDelete